লামায় সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

Lama Picture, Date- 17 Dec''15

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত এবং আরো অন্তত ১১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সড়কের ইয়াংছা এলাকায় পন্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কনফিডিন্স লি: নামক, ঢাকার একটি নির্মান প্রতিষ্ঠান লামার মিরিঞ্জা এলাকায় একটি বেসরকারি মোবাইল কোম্পানীর টাওয়ার তৈরি করছিল। ঢাকা থেকে মোবাইল টাওয়ারের পন্য বোঝাই ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬৮) লামার মিরিঞ্জার উদ্দ্যেশে আসার পথে বৃহস্পতিবার ভোঁর আনুমানিক সাড়ে ছয়টার দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা এলাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়।

এসময় ট্রাকে থাকা মোবাইল টাওয়ারের নির্মান শ্রমিক আলতাফ হোসেন (৫৫), পিতা- এরশাদ প্রামানিক, সং-কামলাপুর, থানা ইশ্বরদি, পাবনা, মো: আমজাদ হোসেন (৪৫), পিং- আনসার আলী, সাং-০ পিয়ার পুর, ইশ্বরদি, পাবনা, মো: রবিন (৩৫), পিং- আইনুল, সাং-রহিম পুর, ইশ্বরদি, পাবনা। মো: রহিম (৪০), পিং- ফজল প্রামানিক, সাং- রহিম পুর, ইশ্বরদি, পাবনা ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- মো: রফিকুল ইসলাম (২৮), পিং- সায়ীদ মালিখা, দদাপুর, লক্ষীকুন্ডা, ইশ্বরদি পাবনা। মো: হাসান (৩০), পিং- মৃত ইউছুপ গাজী, সাং- কামটা, দেওয়া হাটা, জেলা-সাতক্ষিরা। মো: আলেক (৩৪) পিং- আরশাদ আলী, সং- দিঘা শাহপুর, দেওয়া হাটা, সাতক্ষিরা।

এসময় আরো ৫ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন- সুজন বিশ্বাস (৩২), সোহেল রানা (৩৫), জামিল (৩০), মাসুম (৩৫), মিন্টু (২৫)। আহতরা সকলেই পাবনা , ইশ্বরদি এলাকার বাসিন্ধা।

লামা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সাত্তার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন