লিবিয়ায় কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশি হাফেজ আবু তালহা

fec-image

লিবিয়ার ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের আবু তালহা আবদুল খালেক। সে পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে দুই লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করে।

মঙ্গলবার (১৩ জুন) লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা দেয় দেশটির আওকাফ ও ইসলাম বিষয়ক সাধারণ পরিষদ।

১১৬ দেশের প্রতিযোগীর মধ্যে এ সাফল্য অর্জন করেন হাফেজ আবু তালহা। তার বাড়ি সিলেটে।

প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেগুলো হলো- পূর্ণ কোরআন হিফজ, পূর্ণ কোরআন হিফজসহ তাফসির ও দশ কিরাত হিফজ বিভাগ।

পূর্ণ কোরআন হিফজ:
প্রথম পুরস্কার: সোহাইব মুহাম্মদ আবদুল করীম (লিবিয়া)- ৫০ হাজার ডলার।
দ্বিতীয় পুরস্কার: আবু তালহা আবদুল খালেক (বাংলাদেশ)- ৪০ হাজার ডলার।
তৃতীয় পুরস্কার: আবদুল আজিজ বিন মুনীর বিন সোলাইমান (ওমান)- ৩০ হাজার ডলার।
চতুর্থ পুরস্কার: আহমাদ জারুল্লাহ আবদুর রহমান (ইরাক)- ২০ হাজার ডলার।
পঞ্চম পুরস্কার: আবদুল আলীম আবদুর রহীম (কেনিয়া)- ১০ হাজার ডলার।

পূর্ণ কোরআন হিফজসহ তাফসির:
প্রথম পুরস্কার: আবদুস সালাম ফাতহী আল আমরুনী (লিবিয়া)- ৫০ হাজার ডলার।
দ্বিতীয় পুরস্কার: আবদুল ওয়াহহাব কাসেম আহমাদ (সোমালিয়া)- ৪০ হাজার ডলার।
তৃতীয় পুরস্কার: ওমর আহমাদ নূরী হাসান (সিরিয়া)- ৩০ হাজার ডলার।
চতুর্থ পুরস্কার: আবদুল মাজীদ মুজাহিদ আলী (ইয়েমেন)- ২০ হাজার ডলার।
পঞ্চম পুরস্কার: বোরহান আল ইয়াদান রহিমুফ (রাশিয়া)- ১০ হাজার ডলার।

দশ কিরাত হিফজ:
প্রথম পুরস্কার: ইদয়ান শেহজাদ রহমান (আমেরিকা)- ৫০ হাজার ডলার।
দ্বিতীয় পুরস্কার: হোসাইন মুহাম্মদ নূর (কেনিয়া)- ৪০ হাজার ডলার।
তৃতীয় পুরস্কার: ইউসুফ ইসহাক ইবরাহীম (নাইজেরিয়া)- ৩০ হাজার ডলার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের পক্ষে প্রেরিত প্রতিনিধি ও সংস্থার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধাসহ বিজয়ী হাফেজ আবু তালহা অতিথিদের কাছ থেকে নগদ অর্থসহ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন