শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনও জরুরী

ramu pic ak azad school 25.01

রামু প্রতিনিধি:

রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব বলেন, শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনও জরুরী। তাই পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে করণীয় বিষয়েও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার একে আজাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য ও হাজ্বী মোতালেব আল মাছিয়া ট্রাস্ট’র ভাইস চেয়ারম্যান মৌলানা ফরিদুল আলম।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানেরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, সাংবাদিক সোয়েব সাঈদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল হাকিম, মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, সহকারী শিক্ষক ইয়াছমিন আকতার, জাহেদুল ইসলাম, আবদুর রহিম, সিরাজুল ইসলাম, জয়সেন ধর, রিদুয়ানুল হক, আলি আহমদ সিফাত, শাফিয়া সুলতানা, এরশাদ উল্লাহ, সাবিনা আকতার ও পুলক চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী রেহেনা আক্তার বক্তব্য রাখেন।

এতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন, জয়নাল আবেদিন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণীর ছাত্রী শাহীন সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব আরও বলেন, আবুল কালাম আজাদ এ বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বাল্য বিয়ে, ইভটিজিং ও শিক্ষাক্ষেত্রে ঝরে পড়া রোধে বিদ্যালয় প্রতিষ্ঠাতার লড়াই সংগ্রাম সর্বত্র প্রশংসিত হচ্ছে। এমন মহত কাজে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সহ সকল পেশার মানুষকে দেশ প্রেমের মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন