শেষ হলো রাঙামাটির ডিজিটাল উদ্ভাবনী মেলা

news pic-15-01-17 copy

রাঙামাটি প্রতিনিধি:

শেষ হলো রাঙামাটির ডিজিটাল উদ্ভাবনী মেলা। রবিবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল থেকে শুরু হয় তিন দিনব্যাপী এ মেলা।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে সমাপনীতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলার বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

এছাড়া  অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার সহ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নানা পেশার মানুষ এবং স্কুল ছাত্র-ছাত্রীদের ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয়ে ই-সেবায় মনোযোগী করে তুলতে হবে। ই-সেবায় যদি সবাইকে মনোযোগী করা যায় তাহলে ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলতে পারব।

বক্তারা বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলদেশ গড়ার জন্য সবাইকে ই-সেবাই এগিয়ে আসার আহ্বান জানান।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন