শ্রীলঙ্কা: রমজানে হামলার আশঙ্কায় মুসলিমরা; ৮ দাঙ্গাবাজ আটক

শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী দাঙ্গা ও লুটপাটের সঙ্গে জড়িত কয়েক জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পবিত্র রমজান মাসে উগ্র বৌদ্ধরা আবারও মুসলমানদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা বৃদ্ধির একই সময়ে এ খবর প্রকাশিত হলো।

পুলিশ বলেছে, ১৫ জুনের মুসলিমবিরোধ দাঙ্গার সঙ্গে সরাসরি জড়িত আট জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে লুট করা অলংকারও উদ্ধার করা গেছে। দাঙ্গাবাজদের কাছ থেকে সাড়ে ১১ হাজার ডলার মূল্যের অলংকার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দাঙ্গার সময় অন্তত দু’টি জুয়েলারি দোকানে লুটপাট চালায় কয়েক জন উগ্রপন্থী। পুলিশের পদস্থ কর্মকর্তা আথুল উইরাসিঙ্গে বলেছেন, ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নেটওয়ার্কের সহযোগিতায় এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত ১৫ জুন শ্রীলঙ্কার আলুথগামা শহরের একটি মসজিদের কাছে চরমপন্থি বৌদ্ধদের হামলায় অন্তত চার মুসলমান নিহত হয়। এ সময় উগ্র বৌদ্ধদের দেয়া আগুনে পুড়ে যায় শত শত ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এরপর তারা মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। পুলিশসহ স্থানীয় প্রশাসন মুসলমানদের রক্ষায় যথাযথ ভূমিকা পালন করেনি বলে অভিযোগ উঠেছে। পবিত্র রমজান মাসে আবারও উগ্র বৌদ্ধরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুসলমানেরা। বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কার মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ হচ্ছে মুসলমান। সূত্র- আইআরআইবি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন