সরকারের একান্ত প্রচেষ্টায় চকরিয়া উপজেলা হাসপাতালকে একশ’ শয্যায় উন্নীত করা হচ্ছে : এমপি জাফর আলম

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া বাংলাদেশের মধ্যে একটি সম্ভাবনাময় জনপদ। এই জনপদে ৬ লাখ মানুষের বসবাস। এ বিপুল জনগণের উপজেলায় অতীতে চিকিৎসা খাতে চরম নাজুক অবস্থা ছিল। বর্তমান সরকারের সফল উদ্যোগের কারণে ইতোমধ্যে সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলায় চিকিৎসা খাতে অভাবনীয় উন্নতি ঘটেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি এখানে বিপুল পরিমাণ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় একথা বলেন এমপি আলহাজ্ব জাফর আলম।

শনিবার (২ মার্চ) দুপুরে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মিলনায়নে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক ডা. আবদুস সালাম, চকরিয়া থানার ওসি (তদন্ত) আতিক উল্লাহ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. নুরুল আবছার, কমিটির সদস্য ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শোভন দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কক্সবাজারের সহকারি প্রকৌশলী মোরশেদুল আলম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, কার্যকরি সভাপতি ছোটন কান্তি নাথ, অর্থ সম্পাদক এম.জিয়াবুল হক, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জিয়াবুল হক, হাসপাতাল কমিটির সদস্য চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে আলহাজ জাফর আলম বলেন, চিকিৎসা খাতের উন্নতির কারণে এখন দুই উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে সুচিকিৎসা নিশ্চিত হচ্ছে। আগামীতে জনগণের মাঝে সেবার মান আরও বাড়াতে হবে। সে জন্য হাসপাতালের চিকিৎসকসহ সবাইকে যার যার অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদেরকে জবাবদিহিতা করতে হবে।

সভায় এমপি জাফর আলম আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাতের অগ্রগতিতে কাজ করছেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে একশ’ শয্যায় উন্নীত করা হচ্ছে।

বর্তমানে ২৫ কোটি টাকা বরাদ্দে হাসপাতালের আধুনিকায়নে উন্নয়ন কাজ চলছে। কাজের স্বচ্ছতা ঠিক রেখে যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে হবে। সে জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দফতর ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভার আগে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাফর আলমকে সংবর্ধিত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সরকারের একান্ত প্রচেষ্টায় চকরিয়া উপজেলা হাসপাতালকে একশ’ শয্যায় উন্নীত করা হচ্ছে : এমপি জাফর আলম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন