সাজেকে আগুনে পুড়ে গেছে কৃষকের বসতঘর

Exif_JPEG_420

মো. জুয়েল, সাজেক(রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের হাজাছড়া গ্রামে অগ্নিকাণ্ডে মুকুল কান্তি চাকমা নামে এক কৃষকের বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার সকাল ০৯টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে মুকুল কান্তি চাকমা বলেন, আমি আর আমার পরিবারের সবাই সকালে নাস্তা করে কলা কাটার জন্য কলা বাগানে যাই। এর কিছুক্ষণ পর দেখি আমার ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। বাগান থেকে আসতেই এই সময়ের মধ্যে মুহূর্তে মালামালসহ সম্পূণ ঘড়টি পুড়ে যায়।

আগুন দেখে প্রতিবেশীরা ছুটে এসে পানি-বালু ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কিভাবে আগুন লাগতে পারে জানতে চায়লে তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে আমি তা দেখিনি। তবে সৌর বিদ্যুতের ব্যাটারি সর্টসার্কিটের কারণেও হতে পারে বলে জানান তিনি। এতে তার প্রায় আড়াইলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা সেখানে ছুটে গেলে তার আগেই সম্পূণ ঘড়টি পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর আসিববীন জলিল ক্ষতিগ্রস্ত মুকুল কান্তি চাকমার পরিবারের সদস্যদের হাতে সাহায্য হিসেবে চাল, ডাল ও ০১বান ঢেউটিন তুলে দেন।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মনে হচ্ছে। কারণ প্রাকৃতিকভাবে আগুন লাগলে মুহূর্তে সম্পূর্ণ ঘরে আগুন ছড়িয়ে পড়তনা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন