সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের স্থাপনায় হামলার অভিযোগ এনে খাগড়াছড়িতে মানববন্ধন

img_20161105_152318-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

সারাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মঠ মন্দিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু  ধর্মাবলম্বী বিভিন্ন  সংগঠন।  শনিবার সকাল ১০টায় জেলা শহরের শাপলা চত্বরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, জন্মাষ্ঠমী উদ্যাপন পরিষদ ও সনাতন ছাত্র যুব পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন  মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

সনাতন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট বিধান কানুনগো। মানববন্ধনে সাম্প্রতিক কালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশের  হিন্দু ধর্মাবলম্বী উপর হামলার নিন্দা জানিয়ে তদন্ত সাপেক্ষে দুষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে বক্তারা।

এছাড়া মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সকল সহিংস ঘটনার বিচারসহ ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন