সিএইচটিডিবি নির্মাণ করলো ‘মায়ুং কপাল’

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

খাগড়াছড়ির দূর্গম এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) পাহাড়ের দূর্গম পথে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ‘মায়ুং কপাল’ (পাহাড়ের খাদে লোহার সিঁড়ি)  নির্মাণ করে দিয়েছেন।

উন্নয়ন বোর্ডের নিজস্ব অর্থায়নে উন্নয়নমূলক এ কাজটি করা হয়েছে বলে জানানো হয়। আর উন্নয়নমূলক এ কাজটি হওয়ায় স্থানীয়দের দীর্ঘ দিনের আশা পূরণ হয়েছে। তারা আশা করছেন, দূর্গম পথটা এবার সহজভাবে পাড়ি দেওয়া যাবে।

তবে ‘মায়ুং কপাল ’ তৈরি করা হলেও এ পথ পাড়ি দিতে স্থানীয়রা  আরো একটি বাঁধার সন্মুখীন হয়। সেটা হলো খরস্রোতা চেঙ্গী নদী। অনেক ঝুঁকি নিয়ে স্থানীয়রা এ নদী পার হয়। তাই তাদের দাবি  নদীর উপর যেন একটি সেতু নির্মাণ করা হয়।

এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র (সিএইচটিডিবি) চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন,  প্রতিশ্রুতি দিয়েছিলাম; তাই কথা রেখেছি। এখন এ সিঁড়ির সুবিধা ভোগী এবং ব্যবহারকারীরা  নিজদের স্বার্থে সিঁড়িটির যত্ন নিবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন