সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

fec-image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম (২৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সে চট্টগ্রাম মেট্রো পুলিশ লাইনে কর্মরত আছেন।

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারের দক্ষিণে সালওয়া রেস্টুরেন্টের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য চকরিয়া উপজেলার উত্তর হারবাং লাল ব্রীজ সংলগ্ন নয়া বাজার এলাকার মৃত সাংবাদিক সিদ্দিক আহমদের ছেলে। এ ঘটনায় আহত হন এক বাই সাইকেল চালক। তবে এ ঘটনায় ঘাতক বাসের হেলপার রিয়াদ (২০) কে পুলিশ আটক করেছে। আটক রিয়াদ সাতকানিয়া কেরাণীহাট জনার কেঁওচিয়া মো. কামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মারুফ চুনতি বাজার থেকে হারবাং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথেমধ্যে লোহাগাড়ার চুনতি ডেপুটি বাজারের দক্ষিণে সালওয়া রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছলে চট্টগ্রামগামী হানিফ পরিবহন নামের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহীর মাথা বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় । এর ফলে ঘটনাস্থলে পুলিশ সদস্য মারুফ নিহত হয়। ওই সময় তার মোটরসাইকেল ছিঁটকে পড়ে মহাসড়কের বাই সাইকেলকে ধাক্কা দেয়। এতে বাই সাইকেল চালক আহত হন।

নিহতের মা হাসিনা খানম জানান, ২০১৯ সনের শেষের দিকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন নিহত মারুফ। বৃহস্পতিবার কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। শুক্রবার তার নানার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮টার সময়ও তার সাথে কথা হয়। আমার ঔষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও বলেছিলাম তাকে। রাত ১০টার দিকে খবর পেয়েছি আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, সিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল মারুফ সড়ক দুর্ঘটনায় বাস চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসের হেলপারকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন