৩৩০ রানের লক্ষ্য থাকলে হয়তো টপকানো সম্ভব হতো: সাকিব

fec-image

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। ১৩৭ রানের বিশাল পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের।

ম্যাচ শেষে সাকিব আল হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয় আমরা প্রথম দিকে যে অবস্থায় ছিলাম মনে হচ্ছিল তারা ৩৮০-৩৯০ করে ফেলবে। কিন্তু আমরা তাদেরকে আরো কম রানে আটকে রাখতে সক্ষম হয়েছি। তবে আমার মনে হয় ৩২০-৩৩০ রানের মধ্যে লক্ষ্য থাকলে হয়তো সেটাকে টপকানো সম্ভব হতো এই পিচে।’

টস জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নেটিজেনদের মাঝে এটা নিয়ে সমালোচনাও হচ্ছিল যেহেতু উইকেট নিতে পারছিল না কোন পেসাররা।

সাকিব বলেন, ‘টস জয়টা আমাদের জন্য সৌভাগ্য ছিল, যেহেতু আগের রাতে এখানে কিছু বৃষ্টি হয়েছে। এখানে পেস বোলারদের জন্য সুবিধা ছিল; কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। আপনি যখন তাদেরকে সুযোগ দিবেন তারা সেটার সদ্ব্যবহার করবেই। আমরা শেষের ১০ ওভার ভালো বল করেছি; কিন্তু ৩৫০ এর বেশি রান টপকে জেতাটা কঠিন।’

পরে ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে দুটিতেই জেতা নিউজিল্যান্ডের।

আগামী দিনের ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের পরবর্তীতে অনেক কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড অপেক্ষা করছে চেন্নাইতে। আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখান থেকে যতটুক ভালো নেওয়া যায় সেটাই আমরা নিব।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন