কাপ্তাই দুর্গম পাহাড়ী এলাকাসহ সর্বত্র শীতের তীব্রতা বেড়েছে

wintew13 copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলার দূর্গমপাহাড়ী এলাকাসহ সর্বত্র তীব্র শীত। খেটে খাওয়া ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে। প্রচণ্ড শীতে এলাকার অসহায় গরীর দুস্থ লোকজনের কষ্টের সীমানা নেই। শীতে শিশু ও বয়ঃবৃদ্ধলোকদের হাঁপানি, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে ভুগছে। প্রতিনিয়ত শিশুদের নিয়ে ছুটছে স্থানীয় চিকিৎসকদের নিকট।

এদিকে কাপ্তাই উপজেলার দূর্গমপাহাড়ী এলাকাগুলোতে সহজে সুর্যের দেখা মিলেনা। এক সপ্তাহ যাবত শীতের তীব্রতা বেড়েই চলেছে। খেটে খাওয়া মানুষ জন সহজে কাজে কর্মে বাহির হতে পারে না। আবার সন্ধ্যা হলেই সাধারণ লোকজন ঘরমুখি হচ্ছে। অনেকেই খড়কুটা ও গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

এলাকার কর্মজীবী সেকান্দার, ফরহাদ, আবুদল মজিদ লাল, শহীদ ও কালু  জানায়, প্রচণ্ড শীত বাড়ছে তাতে করে ঘর হতে বাহির হওয়া এবং কাজ কর্ম করা অনেক কঠিন হয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন