খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের ফুলেল বিদায় সংবর্ধণা

Khagrachari Picture(01) 13-01-2017 copy

নিজস্ব প্রতিবেদক:

২০৩পদাতিক ডিভিশন খাগড়াছড়ি সেনা রিজিয়নের বিদায়ী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সম, মাহবুব-উল-আলমকে ফুলেল বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে ফুলেল বিদায় জানানো হয়। খাগড়াছড়ি সেনা রিজিয়নের সৈনিকরা রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়াও খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল জিএম সোহাগ, বাঘাইহাট জোন কমান্ডার লে.কর্ণেল মুহাম্মদ আলী হায়দার, মহালছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল মো. হুমায়ুন কবীর, দীঘিনালা জোন কমান্ডার লে.কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, মারিশ্যা জোন কমান্ডার লে.কর্ণেল  এস এম শামসুম মূহীত, লোগাং জোন কমান্ডার লে.কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান ও লংগদু জোন কমান্ডার লে.কর্ণেল আ. আলীম চৌধুরীসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬জানুয়ারি ব্রিগেডিয়ার জেনারেল সম. মাহবুব-উল-আলম ২০৩পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অধিনায়ক হিসেবে যোগদান করেন। তার এ দায়িত্বকালীন সময়ে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, দূর্গম এলাকায় ফ্রি চিকিৎসা, এলাকার গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ, সাজেকে ডিজিটাল স্কুল স্থাপন, বাঘাইছড়ি, দীঘিনালা ও মহালছড়িতে বিপুল পরিমাণ অাগ্নেয়াস্ত্র উদ্ধার ও খাগড়াছড়ি সেনানিবাসের ব্যাপক উন্নয়ন হয়। জনহিতকর এসব কর্মকাণ্ডের কারণে তিনি সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন