গার্ডার সেতু ও স্কুল ভবন সহ থানচিতে ৮টি উন্নয়ন কাজের উদ্বোধন

DSC_0651 copy

থানচি প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় ২কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে সেগুম ঝিরিতে নির্মিত একটি গার্ডার ব্রিজ ও ১ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। বৃহস্পতিবার সকাল থেকে  উপজেলা বিভিন্ন এলাকা নির্মিত উন্নয়ন কর্মকাণ্ডগুলো উদ্বোধন করা হয় ।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর, লক্ষি পদদাশ, থোয়াই হ্লা মং মারমা, ফিলিফ ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি হত দরিদ্রদের মাঝে কৃষি কাজের স্প্রে মেসিন, সেলাই মেসিন, ভিজিডি চাউল ও শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন