সতীর্থের সঙ্গে সংঘর্ষ, ফের বিতর্কে নেইমার

নিজস্ব প্রতিবেদক:

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে এল ক্লাসিকোর আটচল্লিশ ঘণ্টা আগে অগ্নিগর্ভ বার্সেলোনা শিবির। সতীর্থ নেলসন সেমেদোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ফের বিতর্কের কেন্দ্রে নেইমার দ্য স্যান্টোস (জুনিয়র)!

শুক্রবার মায়ামিতে রিয়াল বধের মহড়ায় সেমেদোর কড়া ট্যাকলে ক্ষুব্ধ ব্রাজিলীয় তারকা তেড়ে যান বেনফিকা থেকে সদ্য যোগ দেওয়া পর্তুগাল ডিফেন্ডারের দিকে। ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই ফুটবলার। হাভিয়ার মাসচেরানো ও সের্জিও বুস্কেৎস কোনও মতে সামলান নেইমারকে। কিন্তু তাতেও ক্ষোভ কমেনি ব্রাজিলীয় তারকার। ‘বিপ’ খুলে ছুড়ে ফেলে দেন। এখানেই শেষ নয়। সাইড লাইনের ধারে সাজিয়ে রাখা দু’টো বলে লাথি মেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে বিশ্বফুটবল।

টুইটারে নেইমারকে কটাক্ষ শুরু করে দেন ফুটবলপ্রেমীরা। সেই সঙ্গে জল্পনা শুরু হয়, তা হলে কি বার্সা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ব্রাজিলীয় তারকা? প্রশ্ন উঠছে সেই কারণেই কি ইচ্ছাকৃত ভাবে সতীর্থের সঙ্গে বিবাদে জড়ালেন নেইমার?

বার্সা তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের চাঞ্চল্যকর দাবিতে। তারা জানিয়েছে, বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন নেইমারকে ছাড়ার ব্যাপারে। তিনি জানিয়েছেন, কোনও ফুটবলার যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে তাকে আটকানোর ক্ষমতা নেই। বার্তোমেউ বলেছেন, ‘‘নেইমার অন্যতম সেরা ফুটবলার। ওকে আমরা কোনও মতেই হারাতে চাই না। ওর সঙ্গে আরও চার বছর চুক্তি রয়েছে আমাদের। তবে নেইমারকেই সিদ্ধান্ত নিতে হবে ও বার্সায় থাকবে কি না।’’

ব্রাজিলীয় তারকা অবশ্য তার ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম কয়েক দিন আগেই দাবি করেছিল, নেইমার নাকি ইঙ্গিত দিয়েছে চ্যাম্পিয়ন্স কাপের পর দলের সঙ্গে স্পেনে না ফিরে চিনে যাবেন। কিন্তু শুক্রবারই জানা গিয়েছে, চিন সফরও বাতিল করেছেন ব্রাজিলীয় তারকা। জল্পনা শুরু হয়েছে, প্যারিস সঁ জরমঁ-এর সঙ্গে চুক্তি চূড়ান্ত করতেই কি এই সিদ্ধান্ত নিয়েছেন নেইমার?

নেইমারকে নিয়ে নতুন বিতর্ক ও অস্বস্তির মধ্যেই অবশ্য মরসুমের প্রথম এল ক্লাসিকো জিততে মরিয়া বার্সা। প্রাক-মরসুম টুর্নামেন্ট হলেও এই ম্যাচকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছেন না লিওমেল মেসি, লুইস সুয়ারেজ-রা। শুক্রবার প্র্যাকটিসের পরে ইভান রাকিতিচ সাংবাদিক বৈঠকে খোলাখুলিই বলেছেন, ‘‘এল ক্লাসিকোর গুরুত্ব সব সময়ই আলাদা। প্রাক-মরসুম প্রস্তুতি টুর্নামেন্ট হলেও এই ম্যাচটা জেতা ছাড়া আমরা কিছু ভাবছি না।’’

বার্সা প্রেসিডেন্টের মন্তব্যে স্পষ্ট নেইমার বার্সা ছাড়ছেনই। কিন্তু ব্রাজিলীয় তারকার সতীর্থ অবশ্য এখনও আশাবাদী। রাকিতিচ বলেছেন, ‘‘আমরা একটা পরিবারের মতো। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে নেইমারের। তবে বন্ধু হিসেবে আমি ওকে বলব— বার্সাতেই থাকতে।’’

রিয়াল শিবিরে কোনও অশান্তি না থাকলেও এল ক্লাসিকোর আগে খুব একটা স্বস্তিতে নেই ম্যানেজার জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স কাপে পরপর দুই ম্যাঞ্চেস্টারের কাছে হেরে কিছুটা চাপে করিম বেঞ্জেমা, গ্যারেথ বেল-রা। তার ওপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই। এই পরিস্থিতিতে দুরন্ত ফর্মে থাকা নেমার, মেসি ও সুয়ারেজ-দের বিরুদ্ধে জেতা যে রীতিমতো কঠিন তা খুব ভালই জানেন কিংবদন্তি জিদান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন