উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় ১১ ব্যক্তি আটক

fec-image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার বিভিন্ন অপকর্মের ঘটনায় জড়িত থাকার অপরাধে শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রুপের ১১ সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে,  রোববার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে পালংখালী ইউনিয়নের সফিউল্লাহ কাটা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উখিয়ার পালংখালী নলবুনিয়া এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে ওবাইদুর (৩০), মো. হোসেনের ছেলে আব্দুল হামিদ (২৮), হোসেন আহমেদের ছেলে আব্দুল রশিদ (৩০), শফিউল্লাহ কাটা এলাকার আব্দুল হকের ছেলে রিপন (২৪), পালংখালীর মো. ফকিরের ছেলে মিজান (২২), জাহিদের ছেলে আব্দুল হক (২০), সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৮), মোছার খোলা এলাকার আবুল কাশেমের ছেলে নূর মোহাম্মদ (২১), নলবুনিয়া এলাকার আব্দুল মোনাফের ছেলে আরিফ (২৯), বাদীতলা আব্দুল গফুরের ছেলে সিরাজুল (২২) কক্সবাজারের পেকুয়ার সালামত উল্লাহর ছেলে মো. হেলাল (১৮)।

আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সরবরাহ, অস্ত্র বাণিজ্য, অপহরণসহ নানা অপরাধে জড়িত বলে সূত্রে জানা গেছে। আটককৃতদের নামে কক্সবাজারের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।

ক্যাম্প-১৬ এর এবিপিএন ইনচার্জ আমিনুল হক জানিয়েছেন, স্থানীয় সন্ত্রাসীরা ব্লক-বি/৬ এর রোহিঙ্গা হামিদ উল্লাহর ছেলে এয়াকুব (৪০) অপহরণের চেষ্টা চালায়।

পরে এবিপিএন অভিযান চালিয়ে ১১ বাংলাদেশীকে বেশকিছু ধারালো অস্ত্রসহ আটক করে।আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২ জন আহত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উখিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী মো. সালাহ উদ্দিন বলেন, এপিবিএন পুলিশ ১১জন লোককে থানায় নিয়ে এসেছে। কি জন্য এনেছে এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত এপিবিএন পুলিশ এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করে নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, উখিয়া, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন