ছিনতাইকারী ও মাদককারবারীদের কঠোর হুশিয়ারি

fec-image

কক্সবাজার শহরের পেশকার পাড়া, এন্ডারসন রোড, বড় বাজারসহ আশপাশের মাদককারবারীদের কঠোর সতর্ক বার্তা দিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছি। এতে কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, মাদককারবারী গ্রেফতার হয়েছে।

শুক্রবার  (  ২৯ এপ্রিল)  কক্সবাজার ফায়ার সার্ভিস জামে মসজিদে জুমার নামাযের পূর্বে বক্তৃতাকালে ওসি এসব কথা বলেন। তিনি বলেন, উসা রাখাইন নামের একজন শীর্ষস্থানীয় মাদক কারবারীর তথ্য আমরা পেয়েছি। আজকে জুমাতুল বিদার দিনে সব অপরাধীকে কঠোর বার্তা দিয়েছি। ঈদের পরেই সাড়াশি অভিযান চালানো হবে। শহরকে অপরাধমুক্ত করতে সবার সহযোগিতা চাই।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষাবিদ আলহাজ ডাক্তার মোহাম্মদ আমীন, সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকী, মনছুর আলম, জেলা বারের সিনিয়র সদস্য মোঃ নেজামুল হক, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, মসজিদের খতীব মাওলানা ওয়াহিদুল আলম, ইমাম মাওলানা জুনাইদ, কমিটির সদস্য মোরশেদুর রহমান খোকন, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর, যুব নেতা মসউদুর রহমান মাসুদ, সরওয়ার রোমন, মোহাম্মদ ইলিয়াছসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে কক্সবাজার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ওসি শেখ মুনীর উল গীয়াস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন