পেকুয়ায় বিরোধীয় জায়গায় ধান রোপণ, সংঘর্ষের আশঙ্কা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বিচারাধীন বিরোধীয় জায়গায় ধান রোপণের অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংস্কা  করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ফেব্রুয়ারী সকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ নিয়ে দু’পক্ষ মুখামুখী হলে ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার এ এস আই মনিতোষ চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবর দখলকারীদের ধাওয়া দেয়।

সম্প্রতি এ জায়গার প্রকৃত মালিক গোয়াখালী মাতবর পাড়া এলাকার মৃত  ইদ্রিস মিয়ার পুত্র নুরুল ইসলাম মনু বাদি হয়ে একই এলাকার বটতলি পাড়ার মৃত ছৈয়দ আহমদের পুত্র জাফর আলম, আহমদ হোসেন ও মোজাহের আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, পেকুয়া মৌজার বি এস ২০৪৮ নং খতিয়ানের বি এস ৭৪৫২ দাগের আন্দর ৩০ শতক জায়গার প্রকৃত মালিক নুরুল ইসলাম মনু। যার জমাভাগ খতিয়ান নং ৫১৫৮। সে থেকে অধ্যাবদি বাদি ওই জায়গা ভোগ দখলে থাকলেও অভিযুক্তরা ওই দিন সকালে দলবল নিয়ে ওই জায়গার উপর ধান রোপন করতে যায়। এ নিয়ে দুপক্ষের সংষর্ষের মতো ঘটনার উপক্রম হলে বাদি পুলিশের সহযোগিতা কামনা করে। তাৎক্ষনিক পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবর দখলকারী জাফর আলম গংকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জের ধরে দু’পক্ষে মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এ ব্যাপারে পেকুয়া থানার এ এস আই মনিতোষ চাকমা জানান, এ জায়গা নিয়ে দু’পক্ষে থানায় শালিসী বৈঠক রয়েছে। তারপরও ধান রোপণ করছে জানতে পেরে আমরা গিয়ে তা বন্ধ করে দিয়েছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন