বাঘাইছড়িতে সরকারি আদেশ অমান্য করায় ব্যাবসায়ীসহ ৫জনের জরিমানা

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে চা বিক্রি করায় বনফুল নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা ও শাস্তির আদেশ প্রদান করেন।

এসময় বনফুলের মালিক মো. জাকারিয়া জরিমানার ১০ হাজার টাকা নগদ পরিশোধ করলে ১৫ দিনের জেল মওকুফ করে প্রসিকিওশন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।

এছাড়াও অকারনে রাস্তায় বের হওয়ায় ৪ মোটর সাইকেল চালককে ২ শত টাকা করে ৮ শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের চলমান অভিযানের অংশ এটি। যারাই সরকারি আদেশ অমান্য করবে তারাই আইনের আওতায় আসবে।

এর আগে গতকাল ১৯ এপ্রিল রাত ৮টার দিকে সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় চৌমুহনী বাজারের বাঘাইছড়ি স্টোরের মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, বাঘাইছড়ি, মোবাইল কোর্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন