গুইমারা রিজিয়নের উদ্যোগে বটতলী ত্রিপুরা পাড়া শিশু শিক্ষা কেন্দ্র উদ্বোধন

PKn68o097o

লক্ষীছড়ি প্রতিনিধি :

গুইমারা রিজিয়নের আর্থিক সহায়তায় নির্মিত বটতলী ত্রিপুরা পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২ মার্চ বুধবার দুপুরে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মুহম্মদ নুরুল আমিন, পিএসসি নবনির্মিত এ শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মনিরুল ইসলাম, ক্যাপ্টেন কাজি সুলতান নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও বাইন্যাছড়া ক্যাম্প কমান্ডার লে: নাফিজ ইমতিয়াজ, কাঞ্চননগর ইউনিয়ন চেয়ারম্যান রশীদ উদ্দিন চৌধুরী কাতেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বেঞ্চ বিতরণ করেন।

উল্লেখ্য কাঞ্চননগর ইউনিয়নে অবস্থিত বটতলী ত্রিপুরা পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে ১’শ ৫০ ছাত্র-ছাত্রী অনেকটা খোলা আকাশের নিচে লেখা-পড়া করে আসছিল। চেয়ার টেবিল তো দুরের কথা বসার ব্যাঞ্চ পর্যন্ত ছিল না।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান এনডিসি, পিএসসি, জি ব্যাক্তিগত উদ্যোগে স্থানীয় প্রশাসনের সহায়তায় এ শিক্ষা কেন্দ্রটি নির্মাণ করে দেন। সার্বিক সহযোগিতা করে লক্ষীছড়ি সেনা জোন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন