আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ


অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক জানিয়ে দিয়েছেন তিনি আইপিএলে ফিরছেন না।
আগামী ১৭ মে থেকে শুরু হতে আইপিএলে তার বদলি হিসেবে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। ৬ কোটি রূপিতে দিল্লিতে ডাক পেয়েছেন তিনি।
এর আগে আইপিএলের দ্বিতীয় অংশে খেলবেন না বলে জানিয়ে দেন জেমি ওভারটন। এবার সেই পথে হাঁটলেন জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। অবশ্য আইপিএলে না ফেরার সিদ্ধান্ত ম্যাকগার্ক খুব একটা ছন্দেও ছিলেন না। ৬ ম্যাচে তার ব্যাটে এসেছে মোটে ৫৫ রান।
আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান। এর আগে দিল্লির জার্সিতে ২০২২ ও ২০২৩ আসরে মোট ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। ২০২৪ সালে খেলেছিলেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।
আইপিএলে মোট ৫৭ ম্যাচে ৮.১৪ ইকোনমিতে ৬১ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।