ঈদগাঁওয়ে সরকারি সাহায্য পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো


কক্সবাজারের ঈদগাঁওয়ে ভারি বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার এখনো সরকারি সাহায্য পায়নি। তাই ক্ষতিগ্রস্তরা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। তাছাড়া বেড়িবাঁধ সংস্কারেও সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ না থাকায় এলাকাবাসী উদ্বিগ্ন।
স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ বলেন, এখনো কিছু কিছু জায়গায় পানি রয়ে গেছে। মানুষ ইট বা উঁচু উপকরণ ব্যবহার করে কোনো রকম রান্না করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের উপরের অংশ জরুরিভিত্তিতে মেরামত প্রয়োজন। আবারো ভারি বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের আগে মেরামত শেষ করতে না পারলে এলাকাটি পুনরায় প্লাবিত হতে পারে। তিনি অবিলম্বে সরাকারি সাহায্য ও বেড়িবাঁধ সংস্কারে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি উক্ত এলাকা একাধিকবার পরিদর্শন করেছেন এবং যেটুকু পানি ওই এলাকায় জমে তা বৃষ্টির পানি। বন্যা পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় সাহায্য করা হয়নি।