ঈদগাঁওয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারের ঈদগাঁওতে পুকুর থেকে মনিরুল ইসলাম (৯) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর শিয়াপাড়া জামে মসজিদ-সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু মনিরুল এলাকার আবদুর রশিদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, শিশুটি রবিবার সন্ধ্যায় সহপাঠীদের সাথে খেলাধুলা করে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তার খোঁজ মিলেনি। পরদিন সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান একটি লাশটি দেখে। পরে লাশটি উদ্ধার করে নিশ্চিত হয় সেটি নিখোঁজ মনিরুলের । তিনি আরো বলেন, ঘটনাটি ঈদগাঁও থানায় অবহিত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।