ঈদগাঁহতে অবৈধ অস্ত্র উদ্ধার
কক্সবাজারে ঈদগাঁহতে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্রের নেপথ্যে কে এখনো বের করতে পারেনি।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২ টার দিকে ঈদগাঁহস্থ জালালাবাদ ইউনিয়নের ঘুম গাছ তলা মাইজপাড়া রাস্তার আবদুস সালামের বসতঘর সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি অস্ত্র (এলজি) উদ্ধার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় ইউপি সদস্য আরমান উদ্দিন মোরশেদের দেয়া সংবাদের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, খালি কার্টুন ভর্তি এবং ইট দিয়ে ঘেরা অবস্থায় একটি স্থানে অস্ত্রটি পাওয়া যায়। সম্ভাব্য অস্ত্রের মালিককে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
ঘটনাপ্রবাহ: অস্ত্র, ঈদগাহ, কক্সবাজার
Facebook Comment