উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮-এপিবিএন সদস্য নিহত

fec-image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮-এপিবিএনের এক সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া থানার অন্তর্গত শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, নিহত এপিবিএন সদস্য এএসআই ( সঃ)/৮১২৯ সম্বল চাকমা (৪৩) তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন। সে বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে।

আজ সকালে ছুটি শেষে বান্দরবান থেকে কর্মস্থলে ফেরার পথে তাকে বহনকৃত সিএনজির সামনে হঠাৎ কুকুর চলে আসলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সিএনজিটি উল্টে যায়। ওই সময় ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহত সদস্যের মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন