একটি সুন্দর নিউজ ওয়েব পোর্টাল তৈরী করায় অভিনন্দন জানাচ্ছি- দীপঙ্কর তালুকদার এমপি
ডেস্ক নিউজ:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পার্বত্য চট্টগ্রামের এই প্রথম একটি জাতীয় অনলাইন পত্রিকা প্রকাশিত হয়েছে জেনে আমি আনন্দিত। আমি আশা করছি অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্খার কথা তুলে ধরে ও সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে পার্বত্য নিউজ ডটকম। প্রতিমন্ত্রী বলেন, আমি পার্বত্য নিউজ ডটকমের সাথে সংশ্লিষ্ট সকলকে একটি সুন্দর নিউজ ওয়েব পোর্টাল তৈরি করায় অভিনন্দন জানাচ্ছি এবং শুভ কামনা করছি।
Facebook Comment