কাপ্তাইয়ে আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


রাংগামাটি জেলা আনসার ভিডিপির পক্ষ থেকে প্রদানকৃত ত্রাণ সামগ্রী কাপ্তাই উপজেলার আনসার ভিডিপির ৫০ জন সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এ সময় কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সুখু বড়ুয়া, প্রশিক্ষক এমরান হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন ।
বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল ৩ কেজি, আলু ১ কেজি, ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, পিয়াজ ৫০০ গ্রাম এবং একটি মাস্ক।
ঘটনাপ্রবাহ: আনসার-ভিডিপি, কাপ্তাই, ত্রাণ
Facebook Comment