কাপ্তাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
রাঙামাটি কাপ্তাই থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
কাপ্তাই থানা সূত্রে জানা যায়, সোমবার (১ মে) জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আলীকে(৩০) বড়ইছড়ি কলেজ রোড বাসা থেকে এসআই আল আমিন ও এএসআই লিটন মিয়া ফোর্সসহ রাত ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আলী বড়ইছড়ি সরকারি কলেজ রোড এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।
কাপ্তাই থানার জসিম উদ্দিন (ওসি) জানান আসামী দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। পরে সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়।
ঘটনাপ্রবাহ: আসামি, কাপ্তাই, গ্রেপ্তার
Facebook Comment