কাপ্তাইয়ে পাচারকালে গাড়িসহ কাঠ জব্দ

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গভীর রাতে পাচারকালে গাড়িসহ কাঠ আটক করেছেন।
শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী যৌথ অভিযান চালিয়ে চাঁদের গাড়িসহ প্রায় ৩ লাখ টাকার সেগুন গোলকাঠ ও রদ্দা আটক করেন।
রাইখালী বন রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধার ঘোনা মারমাপাড়া এলাকায় যৌথ অভিযানে কাঠ জব্দ করা হয়। কাঠগুলো বাঙালহালিয়া বিটকাম চেক পোস্টে হস্তান্তর রাখা হয়েছে।
এছাড়াও একটি বন মামলা করা হয়েছে এবং এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
ঘটনাপ্রবাহ: আটক, কাঠ পাচার, কাপ্তাই
Facebook Comment