কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত পরিবারের পাশে বন বিভাগ


রাঙামাটির কাপ্তাইয়ে রামপাহাড় বিটে বন্যহাতির আক্রমণে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে দাড়িয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় দক্ষিণ রাঙ্গামাটি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলমসহ বন বিভাগের লোকজন নিহত পরিবারের বাসায় যায়। সেখানে পরিবারের সকলকে সমবেদনা জানান এবং নিহত স্কুল শিক্ষার্থী অংশেহ্লা মারমার সৎকারের বিষয়ে খোঁজ খবর নেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এ ঘটনায় বন বিভাগের পক্ষ হতে সমবেদনা জানানো হয়েছে। পরিবারের সকলকে হাতি-মানুষের মধ্যে দ্বন্দ্ব হতে বিরত থাকতে বলা হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে সরকারিভাবে বন বিভাগের পক্ষ হতে নিহত পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান, ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার বিকালে রামপাহাড় জঙ্গলে গরু চড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থী অংশেহ্লা মারমা নিহত হন।বৃহস্পতিবার বিকাল ৪টায় নিহত শিক্ষার্থীর সৎকার সম্পন্ন করা হয়।