কুতুব‌দিয়ায় রেমা‌লের প্রভা‌বে অর্ধশত কাচাঘর বিধ্বস্ত: আহত ২

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভা‌বে দমকা বাতা‌সে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত কাঁচা ঘরবা‌ড়ি ভে‌ঙে গে‌ছে।

সোমবার (২৭ মে) সকা‌লের দি‌কে হঠাৎ ভা‌রী বর্ষণ ও বাতাস শুরু হ‌লে উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়। বে‌ড়িবাঁ‌ধের পা‌শে থাকা জোয়া‌রে পা‌নির ঢেউ‌য়ের আঘা‌তে প‌ড়ে গি‌য়ে আহত হ‌য়ে‌ছেন ২ জন।

প্রচণ্ড বাতা‌সে উপ‌জেলা সদ‌রে মাস্টার তা‌লেব উল্লাহ ম‌ডেল স্কুল এন্ড ক‌লে‌জের ৩ তলার টি‌নের ছাউ‌নি উ‌ড়ে গে‌ছে। বড়‌ঘোপ ইসলা‌মিয়া ফা‌জিল মাদরাসার একা‌ডে‌মিক ভব‌নের টি‌নের ছাদ উ‌ড়ে গে‌ছে। একা‌ধিক স্থা‌নে বিদ্যুতের খু‌টি ভে‌ঙে প‌ড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে সকাল থে‌কেই।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর ২টার দি‌কে আলী আকবর ডেইল হকদার পাড়ার মো. তা‌হেরের ছেলে শহীদ (১৬) ও তে‌লি পাড়ার আলতাফ‌ মিয়ার ছেলে হা‌বিবুর (২৬) ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে আহত হ‌লে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে স্থানীয় যুব রেড‌ ক্রিসে‌ন্টের সদস‌্যরা। এ সময় ডা. বিপ্লব বড়ুয়া শহীদ‌কে ভ‌র্তি দেন ও হা‌বিব‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা‌ দেন।

উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে ঘূর্ণিঝড় রেমা‌লের প্রভা‌বে বি‌ভিন্ন স্থা‌নে কাচাঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩৩‌টির আং‌শিক ও ২‌টি সম্পূর্ণ ক্ষ‌তিগ্রস্ত হওয়ার তথ্য তারা পে‌য়ে‌ছেন।

উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মো. মঈনুল হো‌সেন চৌধুরী জানান, প্রচণ্ড বাতাস বৃ‌ষ্টি‌তে এ পর্যন্ত ৩৫টি কাচা ঘরবা‌ড়ি ক্ষয়ক্ষ‌তির খবর জান‌তে পেরেছেন। আ‌রো বিস্তা‌রিত জানতে প্রয়োজনীয় পদ‌ক্ষে‌প নেয়া হ‌চ্ছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, ঘূর্ণিঝড় রেমাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন