কুতুব‌দিয়ায় ৩ ব্যবসা‌য়ীকে জ‌রিমানা

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে মোবাইল কোর্ট প‌রিচালনায় ৩ ব্যবসা‌য়ীকে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। র‌বিবার (৯ মার্চ) দুপু‌রে সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বা‌হী ম্যাজি‌স্ট্রেট সাদাত হো‌সেন ধুরুং বাজা‌রে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন।
নির্বা‌হী অ‌ফিস সূত্র জানায়, র‌বিবার দুপু‌রে বাজার তদার‌কি কর‌তে গে‌লে ধুরুংবাজা‌রে মাং‌সের দোকা‌নে ক্রেতা‌দের ওজ‌নে কম দেয়া হ‌চ্ছিল। এ সময় মাংস ব্যবসায়ী নুরু‌কে দেড় হাজার টাকা, মো. কাইছার‌কে এক হাজার টাকা ও তরমুজ ব্যবসা‌য়ী তা‌হের‌কে ৫০০ টাকা জ‌রিমানা ক‌রেন নির্বা‌হি ম্যাজি‌স্ট্রেট।
এছাড়া বেশ ক‌য়েক‌টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে সতর্ক করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অধিকার, ভোক্তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন