কুতুবদিয়ায় মহৌৎসবে যাবার পথে মাহেন্দ্র উল্টে ৮ জন আহত

কুতুবদিয়া বড়ঘোপ কেন্দ্রীয় কালী মন্দিরে মহৌৎসবে যাবার পথে মাহেন্দ্র উল্টে ৮ যাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বড়ঘোপ মগডেইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয় বাসিন্দা মিনু রানী দাশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আলী আকবর ডেইল জেলে পাড়া থেকে বড়ঘোপ বাজার কেন্দ্রীয় কালী মন্দিরে দু‘টি যাত্রীবাহি মাহেন্দ্র যোগে নারী-শিশু সহ অন্তত ১৬ জন মহৌৎসবে যাচ্ছিল।
মাহেন্দ্রটি উত্তর মগডেইল পৌছিলে সড়কে একটি কুকুর সামনে পড়লে চালক সাইট নিতে গিয়ে সজোরে উল্টে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালে আহতদের মধে জেলে পাড়ার সুফয় দাশ(১৫), বিরোরানী দাশ(৩৪) ও সজয় দাশ(২০)কে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ছাড়া একই এলাকার বিকাশ দাশ(২০),সবুজ দাশ(২২), নিপুন দাশ (১৯),আজন দাশ(১৮) ও সিজয় দাশ(২০)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।