খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘শেখ হাসিনার নির্দেশ, মাছে ভাতে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২২ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এর আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। পরে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মেলেন্দু চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার।