খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এই সিদ্ধান্তের ফলে আলুটিলা রহস্যময় গুহা, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক, হাতীর মাথাসহ জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে এখন কেউ যেতে পারবেন না।
বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় জেলা প্রশাসনের ফেসবুক পাতায় এই নিষেধাজ্ঞার খবর আসে। যোগাযোগ করা হলে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এই তথ্যটি নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পর্যটন কেন্দ্র, প্রশাসন
Facebook Comment