গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে ছুটে যান উখিয়ার ইউএনও

fec-image

গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে ছুটে যান উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুহুরি পাড়া হেফজখানা, কুতুপালং শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্স হেফজখানা, উখিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইবনে আব্বাস একাডেমি হেফজখানার শিশু-কিশোরদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পৌঁছে দেন ইউএনও।

এসময় তার সাথে ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও প্রকল্প বাস্তবায়ন আবদুল্লাহ আল মামুন।

কনকরে শীতে শীতবস্ত্র পেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রধানমন্ত্রী এবং ইউএনও’র দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হেফজখানার শিক্ষার্থীরা।

এর আগে সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবিক ইউএনও হিসেবে সুনাম কুড়ান নিজাম উদ্দিন আহমেদ৷

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, প্রধানমন্ত্রী, শীতবস্ত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন