গরু ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজারের ঈদগাঁওতে ডাকাতদলকৃত গরু ব্যবসায়ী জাগের হোসেন (৩৫) অপহরণ ঘটনায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে পরিবার।

অপহৃতের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ছয়টার দিকে অপহৃত ভাইয়ের মোবাইল থেকে তার স্ত্রী ও তার মোবাইলে কয়েক দফা কল করে ডাকাতদল পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যা ও লাশ গুমের হুমকি দেয়।

এদিকে, তার স্ত্রী নিরুপায় হয়ে অপহৃতের ভাই দেলোয়ার হোসেন ঈদগাঁও থানায় জিডি করতে আসে। এতে পুলিশ জিডি নিয়ে গড়িমসি শুরু করে এবং প্রকৃত ঘটনার পরিবর্তে পুলিশের শিখিয়ে দেয়া সম্পুর্ন ভিন্ন তথ্য আবেদনে উল্লেখ করলে তাদের জিডি গ্রহণ করে থানা।যার জিডি নং ৯৪৬।

জিডি কপিতে দেখা যায়, ঘটনা, ঘটনাস্থল এবং সময় সম্পুর্ন ভিন্ন। এর কারণ জানতে চাইলে জিডিকারী দেলোয়ার বলেন, আবেদনে প্রকৃত ঘটনা উল্লেখ করাতে থানা পুলিশ তাদের জিডি গ্রহণে দীর্ঘ সময় কালক্ষেপণ করে। পরে নিরুপায় হয়ে তাদের কথা মত মিথ্যা তথ্য দিয়ে আবেদন করতে বাধ্য হয়।

এ বিষয়ে ডিউটি অফিসার মো. জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সদুত্তর দিতে না পেরে জিডিটি ওসির টেবিলে আছে জানান তিনি।

জিডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আরকানুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সকাল থেকে থানার বাইরে অবস্থান করায় এ বিষয় অবগত নয় বলে জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের কাছে জিডি'র অসংগতিপুর্ণ তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।উল্লেখ্য, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির শিকার হয় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার মৃত আলতাজ মিয়ার ছেলে গুরু ব্যবসায়ী জাগের হোসেন (৩৫) সহ গাড়ীতে থাকা আরো তিনজন। পরে ডাকাতদল তাদের সর্বস্ব লুটে নিয়ে জাগের হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, গরু ব্যবসায়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন