গর্জনিয়ায় রাতের আধারে দুর্বৃত্তরা কেটে নিল লক্ষাধিক টাকার গাছ


কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর বড়বিল হাজীর পাড়া সংলগ্ন তেতুল তলী হাতি মারা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তরা কেটে নিল আকাশ মনি বাগানের প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান গাছ। গাছ কেটে নেওয়ার সময় নষ্ট করে ফেলেছে আরো লাখ টাকার চারা গাছ।
গত বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তেতুল তলী হাতিমারা এলাকায় রাশেদ আলীর নিজস্ব সৃজিত আকাশ মনি বাগানে এ ঘটনা ঘটে।
বাগান মালিক রাশেদ আলী জানান, রাতের আধারে দুর্বৃত্তরা বাগানে গাছ কাটার শব্দ পেয়ে বাগান পাহারাদার সাজেদা বেগমের আম্মা বাড়ী থেকে বের হয়ে তাদের বাঁধা দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এবং দুর্বৃত্তরা তার চোখের উপর টচ লাইটের আলো দেওয়ায় কাউকে চিনতে পারেনি। তাছাড়া কোন কথা বা বাধা দিলে পরিণতি খারাপ হবে বলেও হুমকি ধুুমকি দেয় দুর্বৃত্তরা।
সরেজমিনে গেলে এলাকাবাসী মো. কাসেম, সাজেদা, হারুনসহ অনেকে এই প্রতিবেদককে জানান, অনেক কষ্ট করে বাগান মালিক রাশেদ আলী বাগানটি সৃজন করে দেখাশুনা করে আসছেন। কিন্ত রাতের আধারে বাগানের বড় বড় প্রায় ২২টি গাছ কেটে নিয়ে যাওয়ায় তারাও হতভাগ।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফেরদাউস আলী বলেন, এটি এক প্রকার নৈরাজ্য সৃষ্টি করার জন্য এঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, অনেক কষ্ট করে বাগান করেছে রাশেদ আলী। তিনি অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী তোলেন।
বাগান মালিক রাশেদ আলী রামু উপজেলার মন্ডল পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি নিরুপায় হয়ে আইনত সহায়তাসহ ঘটনার বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।