ঘুমধুমে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘমধুমে ৯৭৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহার সার্বিক নির্দেশনায় ঘুমধুম পুলিশ অফিসার বাবুল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘুমধুমের ইউপিস্থ টিভি টাওয়ারের সামনে ইয়াহিয়া গার্ডেনের সামনে থেকে এসব ইয়াবা টেবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে । আটককৃত নারী উখিয়া থানার রুমখা পালং ইউনিয়নের জাগির হেসের স্ত্রী মমতাজ খাতুন (৪৫) বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা সাংবাদিকদের জানান,ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা, ঘুমধুম
Facebook Comment