ঘুমধুমে বিদ্যুতিক শক খেয়ে যুবকের মৃত্যু!

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন'র তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের বার্ষিক সভার কাজ করতে গিয়ে বিদ্যুতিক শক খেয়ে রায়হান নামের যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফ্রেরুয়ারী) সকাল ৮টার দিকে তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের উঠানে এই হ্নদয় বিদারক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে, মসজিদের বার্ষিক সভার মাইক টাঙানো তার ধরা মাত্রই সমস্ত শরীরে বিদ্যুতায়িত হয়ে তিন ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষণিক মসজিদের উঠানে উপস্থিত দুই-একজন বিদ্যুতিক শক খাওয়া যুবককে উদ্ধার করে কুতুপালং এম এস এফ হসপিটালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মৃত যুবক উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কুতুপালং খুলু মিয়ার ছেলে মোহাম্মদ রায়হান (১৮) বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাসহারুল হক বলেন, ঘটনার বিষয়ে কারো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

ঘটনাপ্রবাহ: ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন