ঘুমধুমে রাস্তা কেটে বাড়ি নির্মাণের অভিযোগ

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন'র জলপাইতলী দীর্ঘদিনর চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মুজাহিদ নামের এক যুবকের বিরুদ্ধে।
ঘুমধুম ইউনিয়নের খিজারী ঘোনা ১নং ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই পথ দিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে প্রায় ২০ পরিবারের শতাধিক মানুষ চলাচল করে।
কিন্তু হঠাৎ করে চলাচল রাস্তার পার্শ্ববর্তী বাসিন্দা মৃত. ওসমান গণির ছেলে মুজাহিদ ও মৃত. আলী হোছনের ছেলে আব্দু শুক্কুর বাড়ি নির্মাণ করার অজুহাতে পাচঁ ফিট সুপ্রসস্ত রাস্তাটি কেটে ফেলে, এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি কেউ অসুস্থ হলে কিংবা মারা গেলে লাশ বের করার পথটুকুও অবশিষ্ট নেই!
তবে অভিযুক্ত মুজাহিদ দাবী করেন, তিনি নিজের জায়গা থেকে ঘর নির্মাণের জন্য সামান্য মাটি কেটেছেন। যদি সীমানার পার্শ্ববর্তী মহি উদ্দিন চলাচলের জন্য পথ দেয়, তাহলে আমিও দেব।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী মহি উদ্দিন বলেন, চলাচলের রাস্তাটি কেটে ফেলাতে তাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে! পূণরায় রাস্তাটি ফিরে পেতে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে আগামীকাল ৭ ফেব্রুয়ারী জুমার নামাজ পরবর্তী সমাজের মুরব্বি ও বিচারকদের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন ২৬৭নং ঘুমধুম মৌজার হেডম্যান নুরুল হক।
এ সংক্রান্ত ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, কেউ অভিযোগ করে নাই, যদি অভিযোগ পাই তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন তিনি।