চন্দ্রঘোনা ইউপিতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫শত অসহায় পরিবার
দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫শত অসহায় ও দুঃস্থ পরিবার পেলো নগদ অর্থ সহায়তা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় চন্দ্রঘোনা ইউপি কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এসময় উপজেলা পিআইও মো. আবদুল হান্নান, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ট্যাগ অফিসার পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি সহ পরিষদের সদস্যবৃন্দ এবং সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
এসময় চন্দ্রঘোনা ইউনিযন পরিষদসহ কেপিএম তরুন সংঘ মাঠ, এবং কেপিএম হাসপাতাল মাঠে ৫শত পরিবারকে পরিবার প্রতি ৫০০ টাকা করে সর্বমোট আড়াই লাখ টাকা বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ইতিমধ্যে চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নে ১৫০০ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।