জন্মদিনে ভক্তদের উড়ন্ত চুম্বন পাঠালেন শাবনূর
ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নব্বই দশক থেকে এখনো তিনি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে আছেন। আছে অসংখ্য ভক্তবৃন্দ।
শনিবার (১৭ ডিসেম্বর) দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া এই নায়িকার জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করছেন।
সিনেমা থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন শাবনূর। এখনও তাকে ভক্তরা অকৃত্রিম ভালোবাসা দেন। এর বিপরীতে কি চুপ থাকা যায়? একদমই না। তাই দূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর দিলেন সাড়া। ভালোবাসার বিপরীতে গাইলেন গান, দিলেন উড়ো চুম্বন।
ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন শাবনূর। যেখানে দেখা গেলো, কিছু বলার আগে গেয়ে শোনালেন গান ভক্তদের। তারই অভিনীত জনপ্রিয় একটি গানের লাইনকে নিজের মতো সাজিয়ে গেয়েছেন নায়িকা- ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’
পরে উড়ো চুম্বন উপহার দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ আমার ভক্ত যারা আছে, লাভ ইউ আমার দর্শকদের, লাভ ইউ আমার বন্ধুদের।’