টাইব্রেকারে `মায়ের দোয়া একাদশ’ চ্যাম্পিয়ন

fec-image

কক্সবাজারের উখিয়ায় “এম গফুর উদ্দিন চৌধুরী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়াশৈলী নান্দনিক খেলা উপহার দেন অংশগ্রহণকারী দুই দল। নির্ধারিত সময় গোলের দেখা পায়নি কোন দল।

পরে টাইব্রেকারে ৩-২ গোলে শেখ রাসেল একাদশকে পরাজিত করে মায়ের দোয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী৷

সভাপতির বক্তব্যে গফুর চেয়ারম্যান বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি, আইওএম কর্তৃক দখলকৃত বালুখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ অবমুক্ত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, উখিয়া প্রেসক্লাব সম্পাদক কমরুদ্দিন মুকুল, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ মনজুর, আওয়ামী লীগ নেতা মোজাফফর আহমদ সওদাগর, শাহাদৎ হোসেন জুয়েল, এডভোকেট আবদুল মালেক, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দু রহিম হেলালী, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিলসহ অনেকে।

খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী, সহকারী হিসেবে ছিলেন সিরাজুল হক ও বোরহান উদ্দিন।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিরা৷ এছাড়া উখিয়া অনলাইন প্রেসক্লাব ও উখিয়া প্রেসক্লাবকে সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন, ফুটবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন