টেকনাফে নিখোঁজের পর ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টেকনাফের শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের পাশের ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন নিহতের খালাত ভাই ইসমাইল রাফি।
নিহত ওমর সাদেক (৮) টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড পূর্ব উত্তর পাড়ার সব্বির আহমেদের ছেলে।
নিহতের খালাত ভাই ইসমাইল রাফি ইত্তেফাককে জানান, শুক্রবার সকালে ওমর সাদেক ছাগল নিয়ে শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের দিকে যায়। বেলা ১২টার দিকে বাড়িতে এসে জুমার নামাজের পর খাবার খেয়ে ছাগল চরাতে আবারও সেদিকে যায়। সন্ধ্যায় সে বাড়ি না ফিরলে তাকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর জানান, ‘১০ ঘণ্টা পর শাহ পরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের কাছে ধানক্ষেত থেকে সাদেকের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ গলায় ফাঁস লাগানো রশি পাওয়া যায়।
পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। রাতে পুলিশের একটি টিম বাড়ি থেকে ওমর সাদেকের লাশ থানায় নিয়ে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।