টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় চোরা কারবারীর লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার ইয়াবা খুঁজে পেলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৬ আগস্ট (শুক্রবার) ২টায় উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে জঙ্গলে লুকায়িত ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির পরিচালক ও অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল বিওপি হতে আনুমানিক ২ কি.মি পশ্চিম দিকে ওই স্থানে চোরাকারবারীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখার খবর পায়।
এই সংবাদে বিজিবি সদস্য্যরা ওই স্থানে ব্যাপক তল্লাশী করে জঙ্গলে লুকায়িত অবস্থায় বস্থাভর্তি ১৬ কার্ট (প্রতি কার্টে ১০,০০০ পিস) মোট ১ লাখ ৬০ হাজার বড়ি বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য- চার কোটি আশি লক্ষ টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে বলেন, তার ব্যাটালিয়ন গত ১ জানুয়ারি আজ অবধি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি ২৭ লাখ ৯১ হাজার ৮২২ বড়ি বার্মিজ ইয়াবাসহ ১৪৭ জন আসামি আটক করা হয়।