দীঘিনালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
খাগড়াছড়ির দীঘিনালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনমূহ।
এ দিকে সকালে প্রভাতফেরি করে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ, ইউপিডিএফ(গণতান্ত্রিক), দীঘিনালা ডিগ্রি কলেজ এবং ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোভার স্কাউট।
উল্লেখ্য, মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, ছড়া আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
নিউজটি ভিডিওতে দেখুন: