রামগড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

fec-image

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিকমাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে মাতৃভাষাআন্দোলনে আত্মদানকারী ভাষা শহিদের স্মরণে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, রামগড় থানা, রামগড় পৌরসভা, রামগড় প্রেসক্লাব,উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড,লেডিস ক্লাব,হর্টিকালচার সেন্টার,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম,বাজার পরিচালনা কমিটি, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিকদল,সেচ্ছাসেবী সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমারকার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি কর্মকর্তা রাশেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসুচি পালিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক মাতৃভাষা, উদযাপন, দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন