দীঘিনালায় ৭ বিজিবির বিনামূল্যের চিকিৎসাসেবা

fec-image

দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বিনামূল্যের চিকিৎসাসেবা কর্মসূচি উদ্ধোধন করেন, দীঘিনালা উপজেলার বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ সিগন্যাল।

বিভিন্ন দূর্গম এলাকা থেকে আগত পাহাড়ি বাঙালি রোগীদের মাঝ চিকিৎসা সেবা প্রদান করেন, বাবুছড়া ৭ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ রুহুল আমিন।

এ সময় বিনামূল্যের চিকিৎসাসেবা নিতে আসা সন্তোষ কুমার কার্বারী পাড়া গ্রামের কালাবি চাকমা (৬৫) জানান, দীর্ঘদিন যাবৎ শরীরে ব্যথ্যা অনুভব করছি। চিকিৎসা নিতে পারিনি। বিজিবির বিনামূল্যের চিকিৎসাসেবার কথা শুনে এসেছি। চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ সিগন্যাল জানান, প্রতি দু মাস পরপর ক্যাম্প অনুষ্ঠিত হবে। তাছাড়া নিয়মিত সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এ সময় তিনশত রোগীদের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা সেবা, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন