দীঘিনালা বনবিহারে দানোত্তম কঠিন চীবর দান

‘ধর্ম আমাদের সম্প্রীতির শিক্ষা দেয়’

fec-image

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এ ধর্ম মানুষের জন্য। মানুষের মধ্যে বিভেদ তৈরির জন্যে নয়। কাজেই এ ধর্ম আমাদের সম্প্রীতির শিক্ষা দেয়, ভালোবাসা শিক্ষা দেয়, দেশকে ভালোবাসতে শিক্ষা দেয়। আমরা সে শিক্ষাই গ্রহণ করবো’

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দীঘিনালা বনবিহারে অনুষ্ঠিত ২৪তম দানোত্তম কঠিন চীবর দান ২০২২ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দীঘিনালায় খাগড়াছড়িতে রাঙালি-পাহাড়ি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সম্প্রীতির সাথে বাস করুক। আমরা আপনাদের সাথে আছি। আমি আপনাদের লোক।

দীঘিনালা বনবিহারে অনুষ্ঠিত ২৪তম দানোত্তম কঠিন চীবর দান ২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক নাথুরাম চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর আদিব বিন আকরাম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীঘিনালা বনবিহারের সহকারী অধ্যক্ষ শুভবর্ধন মহাস্থবিরের হাতে এক ঝুড়ি ফল উপহার ও বিহার উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কঠিন চীবর দান, দীঘিনালা, বনবিহার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন